শাকিবকে অশ্বিন আউট করতেই ভেঙে পড়ল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। পিচের অন্য প্রান্ত থেকে সঙ্গ দিলেন জাডেজাও। শান্তদের ইনিংস শেষ হল ২৩৪ রানে। রোহিতেরা জয় পেলেন ২৮০ রানে।
প্রথম টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রতিরোধ। নাজমুল হোসেন শান্ত এবং শাকিব আল হাসান সকালের প্রথম এক ঘণ্টা সাবধানে ব্যাট করলেও লাভ হল না। জলপানের বিরতির পর শাকিবকে রবিচন্দ্রন অশ্বিন আউট করতেই ভেঙে পড়ল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। পিচের অন্য প্রান্ত থেকে অশ্বিনকে সঙ্গ দিলেন রবীন্দ্র জাডেজাও। জয়ের জন্য ৫১৫ রান তাড়া করতে নেমে শান্তদের ইনিংস শেষ হল ২৩৪ রানে। চেন্নাই টেস্টে ২৮০ রানে জিতলেন রোহিত শর্মারা। সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
উল্লেখ্য, তৃতীয় দিনের শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের রান ছিল ৪ উইকেটে ১৫৮। শনিবার অপরাজিত ছিলেন নাজমুল (৫১) এবং শাকিব (৫)। ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তোলার পর ডিক্লেয়ার করেন রোহিত। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ১৪৯ রান।